রিজভী-আমানসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৭ অক্টোবর

নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী ও আমানউল্লাহ আমানসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

সোমবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান এই দিন ধার্য করেন।

কারাগারে আটক থাকার কারণে রিজভীকে আদালতে হাজির না করায় তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করে।

সর্বশেষ সংবাদ