টানা ভারি বর্ষণে নিম্বাঞ্চল প্লাবিত নোয়াখালী পৌরবাসীর চরম দুর্ভোগ

নোয়াখালী সংবাদদাতা ঃ গত ২ দিনে টানা ভারি বর্ষণে নোয়াখালী পৌরবসভার নিম্বাঞ্চল প্লাবিত।এতে চরম দুর্ভোগের শিকার হয়েছে পৌর এলাকাসহ বিভিন্ন এলাকার হাজার হাজারও মানুষ। টানা ভারি বর্ষণে নোয়াখালী পৌর সভার ড্রেনেজ অব্যবস্থার কারণে পানি নিস্কাসন না হওয়ায় জেলা শহর মাইজদী, লক্ষ্মীনারায়ণপুর সড়ক, ও হাউজিং মোড় জয়কৃষ্ণপুর রেসিডেন্সিয়াল স্কুল এ- কলেজ সড়ক সহ বিভিন্ন সড়কে গত ১ সপ্তাহ থেকে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এ ছাড়া ইসলামীয়া সড়ক, সার্কিট হাউজ সড়ক, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ সড়ক, দত্তেরহাট মোরগ হাঁটা সড়কসহ পৌর সভার বেশীর ভাগ রাস্তা, অনেক বাড়ি ঘর হাঁটু পানিতে ডুবে গেছে। ড্রেনেজ ব্যবস্থার কোনো সংস্কার নেই। এতে পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। দেখা দিয়েছে গবাদিপশুসহ গৃহপালিত পশু-পাখির খাবার সঙ্কট। কোমলমতি শিক্ষার্থীরা হাঁটু পরিমাণ পানি ডিঙ্গিয়ে স্কুলে যায়।গত ১০জন থেকে এই সড়কে এ দিকে ভারি বর্ষণে রাস্তা-ঘাট প্লাবিত ও অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় গ্রামীণ কাঁচা সড়ক গুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। নিঝুমদ্বীপের চেয়ারম্যান মো. মিরাজ জানান গত ২/৩ দিনের টানা ভারি বর্ষণে ও প্রবল জোয়ারে নিঝুমদ্বীপ নির্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। নোয়াখালী পৌর মেয়র মো. হারুনুর রশিদ আজাদ সত্যতা স্বীকার করে বলেন- অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ