রাঙামাটিতে ৩ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙগামাটি প্রতিনিধিঃ রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা জানান, গতকাল রোববার ভোরে ভাইবোন ছড়ার গোলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লংগদু থানার ওসি আবুল কালাম চৌধুরী বলেন, পুলিশ সকালে ওই গ্রামে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- যুদ্ধমনি চাকমা, রূপময় চাকমা সুজয় ও সুমন চাকমা।
ইউপিডিএফের অভিযোগ, সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লোকেরাই এ হত্যাকান্ড ঘটিয়েছে। তবে জনসংহতি সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে।মাইকেল চাকমা বলেন, ভোর সাড়ে ৬টার দিকে কয়েকজন বন্দুকধারী এসে গোলাছড়ির একটি বাড়িতে গুলি চালায়। ওই বাড়িতে ইউপিডিএফ কর্মীরা ‘সাংগঠনিক কাজে’ অবস্থান করছিলেন। এতে ঘটনাস্থলেই আমাদের তিনকর্মী নিহত হন। পরে হামলাকারীরা ওই বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে মাইকেল চাকমা বলেন, সন্তু লারমার লোকেরাই হত্যাকান্ড ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেছেন, তাদের কোনো কর্মী এ ধরনের ঘটনায় জড়িত নয়।

সর্বশেষ সংবাদ