বাড়ির জানালায়-দরজায় সাপদের ঝুলতে দেখা যায়!

অস্ট্রেলিয়া সাইক্লোন ডেবির পর জায়গায় জায়গায় সাপের কারণে মানুষ বিরক্ত হয়ে গেছে। কখনও বাড়ির জানালায়, কখনো জিনিসের ওপর সাপকে থাকতে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত গোল্ড কোস্টে স্ন্যাক ক্যাচারের সাহায্যে ২০টি সাপ ধরে তাদের আস্তানায় পৌঁছানো হয়েছে।

কুইন্সল্যান্ডের বাড়িতেই যে শুধুমাত্র সাপের সংখ্য়া বেড়েছে তাই নয় তাদের অদ্ভুত অদ্ভুত স্হানেও পাওয়া যাচ্ছে। স্নেক ক্যাচার টনি হ্যারিসন গত কয়েকদিনের মধ্যে বাড়ির ছাদ, ঝুড়ি, দরজা-জানালা থেকে সাপ পেয়েছে।

শুক্রবার হ্যারিসন তিন মিটার লম্বা পাইথন পেয়েছে। তিনি এখনও পর্যন্ত এত লম্বা সাপ ধরেননি কখনও। সাউথ স্ট্রেডব্রোকের বাসিন্দা মার্গারেট ফিউজ বক্স থেকে সাপ পেয়েছেন , সেই সাপটি তার বেডরুমে ঢোকার চেষ্টা করছিল। এক মহিলা ২ মিটার লম্বা কারপেট পাইথনের ছবি ফেসবুকে দিয়েছে।

স্নেক ক্যাচার এন্থনি বেইলি বলেছেন, খারাপ আবহাওয়া এবং বন্যার কারণে সাপ শুষ্ক জায়গার সন্ধানে বাড়িতে ঢুকে পড়ছে। এন্থনি সাধারণ মানুষদের পরামর্শ দিয়েছেন বাড়িতে সাপ ঢুকলে নিজেদের মোকাবিলা করার পরিবর্তে পেশাগতদের ডাকতে বলেছেন।

সর্বশেষ সংবাদ