চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী জাহাজ চলাচল শুরু

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতীয় আমদানিকারদের পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ৮৫ কনটেইনার পণ্যবাহী জাহাজ এমভি ওশন প্রুপ গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। জাহাজটি কলম্বো হয়ে ভারতে পৌঁছবে। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ভারতের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন আমদানিকারক মিয়ানমার থেকে ৯২ কন্টেনার পণ্য আমদানি করে। পণ্যগুলো নিয়ে এমভি ইরাবতী স্টার নামের একটি জাহাজ গত ২ জুন চট্টগ্রাম বন্দরে আসে।
এর মধ্য থেকে ৮৫ কনটেইনার নিয়ে এমভি ওশন প্রুপ নামের জাহাজটি শনিবার বিকালে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। আগামী ১৯ জুন জাহাজটি কলম্বো বন্দরে পৌঁছবে। ওখান থেকে ২৩ জুন এমভি এমএসসি সায়েরা-২ নামের একটি জাহাজ ৩০টি কন্টেনার নিয়ে চেন্নাই বন্দর এবং ২৫ জুন এমভি এমএসসি আছিয়া নামের অপর একটি জাহাজ ৫৫টি কনটেইনার নিয়ে নভোসেবা বন্দরের উদ্দেশ্যে কলম্বো ত্যাগ করবে। কোচিন বন্দরের ৭টি কন্টেনার পরে আরেকটি জাহাজে করে পাঠানো হবে। চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ জাফর আলম বলেন, শিপিং এজেন্টদের নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যার মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতীয় আমদানিকারকদের পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে বলে মত প্রকাশ করেন তিনি।

সর্বশেষ সংবাদ