আল কোরআন/হাদীস

সূরা আন
আমমক্কায় অবতীর্ণ
আয়াত : ১৬৫; রুকূ : ২০
অষ্টম পারা
১২৭. তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে এক শান্তির আবাস। তারা যা করে তার জন্য তিনিই তাদের অভিভাবক।
১২৮. আর যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রিত করবেন, সেদিন তিনি বলবেনÑ ‘হে জিন সম্প্রদায়! তোমরা মানুষদের মধ্যে অনেককে তোমাদের অনুগামী (মুশরিক) করেছ।’ আর তাদের মানব- সমাজের বন্ধুরা বলবেÑ ‘হে আমাদের রব! আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছি; হায়! আপনি আমাদের জন্য যে নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন আমরা তাতে উপনীত হয়েছি!’ তখন (কিয়ামত দিবসে) আল্লাহ (সমস্ত মুশরিক জিন ও মানুষকে) বলবেনÑ ‘জাহান্নামই হচ্ছে তোমাদের বাসস্থান, তাতে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে।’ তবে আল্লাহ যাদেরকে চাইবেন (তারাই তা থেকে মুক্তি পেতে পারে), নিশ্চয় তোমাদের রব প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী।
আল হাদিস
২২ নং পরিচ্ছেদ
আমার ইন্তেকালের পর তোমরা পরস্পর মারামারি করে কুফুরীতে লিপ্ত হয়ো না
৪৫। আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন, “তোমাদের মঙ্গল হোক। আমার পরে তোমরা কুফুরীতে লিপ্ত হয়ে পরস্পরের গলা কেটো না।
(বুখারী-কিতাবুল আদাব)

সর্বশেষ সংবাদ