তথ্য প্রযুক্তি জ্ঞান না থাকলে দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব নয় —ডিসি বগুড়া

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক মোঃ শফিকুর রেজা বিশ্বাস বলেন, যতবড় শিতিই হইনা কেন তথ্য প্রযুক্তি জ্ঞান না থাকলে দেশ ও জাতীর উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখা সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাহালু উপজেলা পরিষদ সভাকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা খাতুন এর সভাপতিত্বে জেলা প্রশাসক এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্য মাওঃ তায়েব আলী, সহকারি কমিশনার ও বগুড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাফসর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, ছেলিম উদ্দিন, সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব আমজাদ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইব্রাহীম আলী ধলু, কাহালু প্রেসকাবের সভাপতি প্রভাষক হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধানগন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তরের প হতে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেষ্ট প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ