জয়পুরহাট কালাইয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩২জন

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় এবার ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩টি কেন্দ্র থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন। মাদ্রাসা থেকে এবার কোন শিক্ষার্থী  জিপিএ-৫ পায়নি। শতভাগ পাশের তালিকায় আছে ৩টি স্কুল এবং শতভাগ ফেলের তালিকায় আছে একটি মাদ্রাসা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার কালাই এম ইউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন, কালাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন এবং কালাই টেকনিক্যাল মহিলা বিএম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। তবে হাতিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে কোন শিক্ষার্থীই এবার জিপিএ-৫ পায়নি। অধিকন্তু কাঁটাহার দাখিল মাদ্রাসা থেকে এবার কোন শিক্ষার্থীই পাশ করেনি ; অর্থাৎ মাদ্রাটির ফলাফল শতভাগ ফেল। তবে শতভাগ পাশের তালিকায় রয়েছেÑ মোলামগাড়ীহাট উচ্চ বিদ্যালয়, জামুরা-বাসুড়া উচ্চ বিদ্যালয় এবং হারুঞ্জা নমিজন আফতাবী উচ্চ বিদ্যালয়।

সর্বশেষ সংবাদ