চন্দনাইশে ভেঙে গেছে বিদ্যুৎ খুটি, দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদ দাতা ,চন্দনাইশ, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগর পাড়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি খুঁটি ভেঙে গেছে। বিদ্যুৎ সংঞ্চালনযুক্ত লাইনের এ খুঁটি ভেঙে পড়লে ও বিদ্যুৎ বিভাগের কোনো তৎপরতা নেই। ফলে পল্লী বিদ্যুৎ লোকজনের দায়িত্বহীনতা এবং অবহেলার কারণে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। নগর পাড়ার জমির আহমদ জানান কয়েক মাস আগে বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে পড়লে বেশ কয়েক বার গাছবাড়িয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে অভিৃেযাগ করার পর ও কোনো কাজ হয়নি । যেকোনো মুহুর্ত্বে বিদ্যুৎ লাইনে জড়িয়ে প্রাণ নাশের আশঙ্কা। স্থানীয়রা দৃর্ঘটনা এড়াতে বিদ্যুৎ খুটিটি রশি দিয়ে কোনো রকমে পাশের একটি গাছেরে সাথে রাখে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ গাছবাড়িযা জোনাল অফিসের ডিজিএম শাখাওয়াৎ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সাতবাড়িয়ায় খুঁটি ভেঙে যাওয়ার নিয়ে তিনি কিছুই জানেন না। এলাকাবাসীর অভিযোগ প্রায় সময় মিঠার রিডারসহ এজিএম ও চলাচল করছে নগর পাড়া দিয়ে অথচ তারা কেউ যেন দেখে ও না দেখার বান করে এড়িয়ে যাচেছ। শীঘ্রই খুঁটি লাগিয়ে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট বিভাগের সু-দৃষ্টি কামনা করেন।

সর্বশেষ সংবাদ