তিন তারকার ‘তালাশ- দ্য ক্রাইসিস’

বিনোদন: চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘তালাশÑ দ্য ক্রাইসিস’এ বাপ্পির পরে সম্প্রতি অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হলেন নবাগত নায়ক এবিএম সুমন। এ ছবিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বিপাশা কবির। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হবে ছবিটি।
‘তালাশ-দ্য ক্রাইসিস’ ছবিতে কেন এবিএম সুমনের অন্তর্ভুক্তি? এ বিষয়ে পরিচালক সৈকত নাসের বলেন, ‘আমাদের ছবির প্রত্যেকটা চরিত্রই খুবই গুরুত্বপূর্ণ। হিরো-হিরোইন মূল বিষয় নয়। এ ছবিতে সুমনের চরিত্রটি খুবই তাৎপর্যপূর্ণ। ২৫ জুন থেকে আমাদের ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু কারিগরি সমস্যার কারণে ১ জুলাই থেকে আমরা ছবির শুটিং শুরু করবো।বান্দরবান চট্টগ্রাম ও ঢাকার আশপাশের এলাকায় ছবিটির দৃশ্যধারণ হবে। ছবিটির কাজ আমরা দুই লটে শেষ করব। এরপরে আমরা গান আর ফাইটের কাজগুলো করব।’তরুণ পরিচালক সৈকত নাসিরের দ্বিতীয় চলচ্চিত্র ‘তালাশ- দ্য ক্রাইসিস’। বড় পর্দায় সুমনের ইতোমধ্যে অভিষেক হয়েছে। গত মাসের ২২ শে মে মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র অচেনা হৃদয়। ছবিতে তার নায়িকা ছিলেন প্রসূন আজাদ।

সর্বশেষ সংবাদ