ফেনীতে পোল্ট্রি শিল্প রক্ষায় পোল্ট্রি খামারীদের মানববন্ধন

আবদুল্লাহ রিয়েল ব্যুরো প্রধান ফেনী-বাংলােদশ পোল্ট্রি এসোসিয়েশন ফেনী জেলা শাখা উদ্ধোগে গত কাল সকাল ১০.৪৫ ঘটিকার সময় ফেনী শহীদ মিনারের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করা হয়৷ এতে ফেনী জেলার সভাপতি মাহবুবুর রহমান ও সাধারন সম্পাদক কামরুল ইসলাম সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বলেন, যেখানে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন একটি বাড়ি একটি খামার শ্লোগানকে সামনে নিয়ে শিক্ষিত যুবক বেকারদেরকে আত্মনির্ভরশীল হতে। তারই ধারাবাহিকতা রক্ষা করতে আমরা দেশের বেকার যুবকদের নিয়ে খামার প্রতিষ্ঠা করে কোনরকম জীবিকা নির্বাহ করছি। এক হিসেব মতে আমরা দেশের প্রোটিনের চাহিদার প্রায় ৮০% যোগান দিচ্ছি৷ বেকার সমস্যা দূর করছি। নতুন নতুন কর্ম সংস্থান সৃষ্টি হচ্ছে। ঠিক এই মহুর্তে কিছু অসাদু ব্যবসায়ী অধিক মুনাফা অর্জনের লক্ষে এই শিল্পে হায়নার মত গেড়ে বসেছে। দেশে হ্যাসারি মালিক প্রতিটি বাচ্চা উৎপাদন করতে উৎপাদন খরচ পড়ে ৩২টাকা থেকে ৩৪ টাকা কিন্তু হ্যাসারির মালিকেরা সরকার কর্তৃক গৃহীত নীতিমালার তোয়াক্কা না করে প্রতিটি ১ দিনের ব্রয়লার বাচ্চার মূল্য ৭০ থেকে ৭৫ টাকা ও ১ দিনের লেয়ার বাচ্চার মুল্য ১০০ টাকা থেকে ১১৫ টাকা পর্যন্ত বিক্রয় করেন৷ তারা সরকারের নির্দেশ কখনো মানে আবার কখনো মানেন না ৷ এই অসাদু ব্যবসায়ীদের কারনে দেশের ছোট ছোট খামারীরা আজ পথে বসে গেছে৷ কারন বেশি দামে বাচ্চা কিনে খরচ মেন্টেইন করে ব্রয়লার মুরগীর বেশি দাম বিক্রি করতে পারে না এবং বেশি দামে লেয়ার মুরগীর বাচ্চা কিনে ডিমের মুল্য পাচ্ছে কম৷ বর্তমানে ডিমের পাইকারি বাজার প্রতিটির মুল্য ৫ টাকা২০ পয়সা অথচ উৎপাদন খরচ পড়ে ৬ টাকা ২০ পয়সা তাহলে কি করে দেশে পোল্ট্রি খামার টিকে থাকবে৷ এই ব্যাপারে জনদরদী নেত্রীর হস্থক্ষেপ কামনা করি৷ আলোচনা সভায় আরো বক্তিতা করেন বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের চট্রগ্র্াম বিভাগের সভাপতি ফয়েজ আহম্মদ। তিনি বলেন ১০০ থেকে ১১৫ টাকায় মুরগীর বাচ্চা কিনে খামারীরা এখন দংশের মুখে। কে বাঁচাবে তাদের? খামারী বাঁচাও দেশ বাঁচাও ব্রয়লার ও লেয়ার বাঁচ্চার দাম কমাও। কমাতে হবে৷ বাংলাদেশ প্রাণী সম্পদ রক্ষা কর। করতে হবে ৷ এতে ফেনী জেলার প্রতিটি থানা ও ইউনিয়ন এবং গ্রাম থেকে খামারীরা এসে ১ দিন বয়সী ব্রয়লার লেয়ার বাচ্চা অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন। উক্ত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি দেন ৷ স্বারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সভাপতি মাহবুবুর রহমান সাধারন সম্পাদক কামরুল ইসলাম চট্রগ্রাম বিভাগের সভাপতি ফয়েজ আহম্মদ, সোনাগাজী উপজেলার সাধারন সম্পাদক খুরশিদ আলম, আলামিন ফ্রিডের চেয়ারম্যান ইকবাল হোসেন, অজিবা পোল্ট্রি এন্ড ফ্রিডের মালিক রসুল আহম্মদ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত খামারী ও উক্ত ব্যবসায়ে সংশ্লষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ