তানোরে জঙ্গীবাদ মাদকদ্রব্য ও বাল্য বিবাহ বিরোধী সমাবেশ

তানোর প্রতিনিধি: পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জঙ্গীবাদ, মাদকদ্রব্য ও বাল্য বিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলমা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে উপজেলার বিল্লী হাট বাজারে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে জঙ্গীবাদ ও মাদকদ্রব্যের ছোবল থেকে ও বাল্য বিবাহ বিরোধী বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার একরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম। কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন প্রমুখ। প্রধান বক্তা বলেন, জঙ্গীবাদ, মাদক সমাজের গ্রাস কেড়ে নিচ্ছে। বাল্য বিবাহ সমাজে ব্যাধি হয়ে দাড়িয়েছে। এখান থেকে মুক্তি পেতে পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হলে খেলাধুলা ও বিনোদনের প্রতি জোর দিতে হবে যুব সমাজকে। এ সময় ওই এলাকার নারী পুরুষরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ