ছাগলনাইয়া পৌর মেয়র ও সচিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়মের অভিযোগে ক্ষিপ্ত কাউন্সিলরবৃন্দ

আবদুল্লাহ রিয়েলঃ ছাগলনাইয়া পৌরসভার সিএনজি স্ট্যান্ডের টেন্ডারে অনিয়মের অভিযোগে মেয়র ও সচিবের বিরুদ্ধে পৌর কাউন্সিলরবৃন্দ ক্ষিপ্ত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র জানায়, ছাগলনাইয়া পৌরসভার সিএনজি মহালের ২০১৭-১৮ অর্থ বছরের ইজারার দরপত্র ক্রয়ের শেষ তারিখ ছিলো ২৮ মে, দরপত্র দাখিলের তারিখ ছিলো ২৯ মে এবং দরপত্র খোলা হয় ২৯ মে ২০১৭ ইং তারিখ। ছাগলনাইয়া পৌরসভার সকল কাউন্সিলরদের অভিযোগ, নিয়ম অনুযায়ী সিএনজি মহালের টেন্ডার প্রক্রিয়া যথাযথ ভাবেই সম্পন্ন হয়েছে। সকল কাউন্সিলর একই কন্ঠে বলেন, এ টেন্ডারে মোট ৬ জন দরপত্র দাখিল করে এবং সর্বোচ্চ মুল্যে দরপত্র দাখিল করে পুর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল বশরের ছেলে শরীফুল ইসলাম ( ২৬ লাখ ৫০ হাজার টাকা) দ্বিতীয় সর্বোচ্চ মুল্যে দরপত্র দাখিল করে বাঁশ পাড়া গ্রামের মনির ড্রাইভারের ছেলে আলাউদ্দিন ( ২৬ লাখ টাকা)। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ মুল্যে যে ব্যক্তি দরপত্র দাখিল করেছে সে এ ইজারা পাওয়ার যোগ্য বলে দাবী করেন পৌর কাউন্সিলরবৃন্দ। পৌর মেয়র মোঃ মোস্তফা ও পৌর সচিব মোঃ আবদুল হাই পছন্দের ব্যক্তিকে এ ইজারা পাইয়ে দিতে মোটা অংকের টাকা নিয়েছে কিন্তু তাদের পছন্দের ব্যক্তি এ ইজারা না পাওয়ায় মেয়র ও সচিব এ টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডর দেওয়ার পায়তারা করছে বলে সকল কাউন্সিলরের অভিযোগ । নিজেদের পছন্দের লোককে এ সিএনজি মহাল ইজারা দিবে সেজন্য ইজারা বিজ্ঞপ্তি কোনো সংবাদ পত্রে প্রকাশ করেনি বলেও মেয়র এবং সচিবে বিরুদ্ধে অভিযোগ। পৌর কাউন্সিলরদের দাবী সর্বোচ্চ মুল্যে যে ব্যক্তি দরপত্র দাখিল করেছে সে যাতে এ ইজারা পায়। অন্যদিকে পৌর সচিব মোঃ আবদুল হাই বলেন, ২০১৬-১৭ অর্থ বছরে সিএনজি স্ট্যান্ডের ইজারা মুল্য ছিলো ২৫ লাখ ৫৫ হাজার টাকা। এ বছর ১০% বৃদ্ধিতে যে ব্যক্তি দরপত্র দাখিল করবে সে পাওয়ার কথা। সচিব বলেন, পৌর মেয়র ইচ্ছে করলে এ টেন্ডার বাতিল বা বহাল রাখতে পারেন।

সর্বশেষ সংবাদ