সংসদের বাজেট অধিবেশন শুরু, চলবে ৯ জুলাই পর্যন্ত

পরীক্ষামুলক প্রচারঃ দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে। আগামী ৪ জুন এই অধিবেশনেই ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি হবে এই সরকারের দ্বিতীয় বাজেট। সোমবার শুরু হওয়া অধবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত।

সোমবার বিকেল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এস এম মঞ্জু বাংলামেইল২৪ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাজেটের ওপর সংসদ সদস্যদের ৪৫ ঘণ্টা আলোচনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস করা হবে।

অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপ-নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ উপস্থিত আছেন।

অধিবেশনের শুরুতেই পাঁচ জনকে প্যানেল সভাপতি মনোনীত করা হয়। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্যানেল সভাপতিরা সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন। মনোনীতরা হলেন – আবুল কালাম আজাদ, আব্দুল মতিন খসরু, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ফখরুল ইমাম, শিরীন নাঈম।

প্যানেল মনোনীত করার পরপরই সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ, আধুনিক সিঙ্গাপুরের স্থপতি ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ, সাবেক সংসদ সদস্য, সাবেক গণপরিষদ সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপিত হয় সংসদে।

দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে। আগামী ৪ জুন এই অধিবেশনেই ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি হবে এই সরকারের দ্বিতীয় বাজেট। সোমবার শুরু হওয়া অধবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত।

সোমবার বিকেল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এস এম মঞ্জু বাংলামেইল২৪ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাজেটের ওপর সংসদ সদস্যদের ৪৫ ঘণ্টা আলোচনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস করা হবে।

সর্বশেষ সংবাদ