নওগাঁর নজিপুরের কালভার্টটির নাম যেন ‘মরণ ফাঁদ’

ইখতিয়ার উদ্দীন আজাদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: কর্তৃপক্ষের নজদারির অভাবে প্রায় দেড় মাসেও মেরামতের ব্যবস্থা হয়নি। নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাইপাস সড়কের একটি কালভার্ট ভেঙ্গে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতি নিয়ত ছোট ধরণের দুর্ঘটনা ঘটেই চলছে। তবুও দেখার যেন কেউ নেই ! জানা গেছে, নজিপুর পৌর শহরের বাইপাস সড়কের ফুল কুঁড়ি লার্নার স্কুলের উত্তর পাশের একটি কালভার্ট ভেঙ্গে এমন দশায় পরিণত হয়েছে। প্রতিদিন এই কালভার্ট উপর দিয়ে হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন প্রকার যান বাহন পার হয়ে থাকে। রাতের অন্ধকারে অপরিচিত পথচারী ও যান বাহন আরোহীদের পড়তে হয় চরম বিপাকে। এতে দীর্ঘদিন যাবত ধরে কালভার্টটি ভেঙ্গে রড বের হয়ে থাকায় ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতে হচ্ছে সাধারণ পথচারী ও সকল প্রকার যান বাহন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নি¤œ মানের উপকরণ দিয়ে ও অধিক ফাঁক পর পর রডের ব্যবহারে নির্মাণের কারণেই এমন ভাবে কালভার্টটি ভেঙ্গে গেছে। তাই দ্রুত এই কালভার্টটির সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে উপরোক্ত বিষয়ের সত্যতা স্বীকার করেন। নজিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী ফজলুল হক জানান, বিষয়টি আমাদের নজরে আছে। দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হইবে। এ বিষয়ে জানতে চাইলে নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু জানান, ১০ চাকার গাড়ি যাওয়ার কারণে কালভার্টটি ভেঙ্গে গেছে।

সর্বশেষ সংবাদ