পরমাণু চুক্তিতে মধ্যপ্রাচ্যের কোন ক্ষতি হবে না: ইরান

আন্তর্জাতিক : ইসলামি প্রজাতন্ত্র ইরনের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু চুক্তি হলে তাতে মধ্যপ্রাচ্যের কোনো দেশের স্বার্থ তিগ্রস্ত হবে না। তিনি বলেছেন, “আঞ্চলিক যেকোনো সমস্যা আমরা রাজনীতিক সংলাপের মাধ্যমে সমাধান করব।আমির আব্দুল্লাহিয়ান জানান, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা শুধু পরমাণু ইস্যুকে কন্দ্রে করে আবর্তিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সব ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের পারস্পরিক সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু চুক্তির জন্য শেষ মূহূর্তের আলোচনা চলছে তখন আমির আব্দুল্লাহিয়ান এ কথা বললেন। তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত সৎপ্রতিবেশিসুলভ এবং ভ্রাতৃত্বপূর্ণ।আজ ৩০ জুন চূড়ান্ত চুক্তি সই করার সময়সীমা শেষ হবে। চুক্তির ল্েয দু পরে মধ্যে চূড়ান্ত আলোচনা চলছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল সোমবার সকালে পরামর্শ করার জন্য তেহরান ফিরে এসেছেন। তিনি আজ আবার ভিয়েনা পৌঁছাবেন বলে কথা রয়েছে। এরইমধ্যে দুপ থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আলোচনার সময়সীমা দুই-একদিন বাড়তে পারে।

সর্বশেষ সংবাদ