ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

ঠাকুরগাঁও সংবাদ দাতা ঃ : ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস কাব হতে আদিবাসী নারী পুরুষের একটি র‌্যালি বের হয় এবং ব্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়।পরে ঠাকুরগাঁও প্রেস কাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সূযর্ূৃ মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম,ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি আবু তোরাব মানিক ও জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয আদিবাসি পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, ঢেনা মুরমু ও বিষুরাম মুরমু।

সর্বশেষ সংবাদ