উপজেলার উম্মুক্ত বাজেট ঘোষনা

নিয়ামতপুর, নওগাঁ সংবাদ দাতা ঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার বেলা ৫টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। চন্দননগর ইউ,পি চেয়ারম্যান খালেকুজ্জামান তোতার সভাপতিত্বে বাজেট অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নিয়ামতপুর প্রেস কাবের উপদেষ্টা নুরুল ইসলাম ও সভাপতি রেজাউল ইসলাম সেলিম।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে ২০১৫-১৬ অর্থ বছরে আয় ধরা হয়েছে ১ কোটি ০৫ লক্ষ ৯৫ হাজার ৭শত টাকা যা চলতি ২০১৪-১৫ অর্থ বছরে ছিল ৯৬ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ০৫ লক্ষ ৯৫ হাজার ৭শত টাকা যা চলতি ২০১৪-১৫ অর্থ বছরে ছিল ৯৬ লক্ষ ৭৫ হাজার টাকা। এবারে ২০১৫-১৬ অর্থ বছরে উদ্বৃত্ত ধরা হয়েছে ১১ লক্ষ টাকা। বাজেটে উর্বোচ্চ বরার্দ্দ ধরা হয়েছে অতি দরিদ্রদের জন্য কর্মসূচীর শ্রমিক মজুরি (যোগাযোগ)। এখাতে ব্যয় ধরা হয়েছে ২১ লক্ষ টাকা এর পরেই কাবিখা দ্বারা যোগাযোগ খাতে ব্যয় ধরা হয়েছে ১২ লক্ষ টাকা। ইউপি সচিব বিমল চন্দ্র সরকারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিয়ামতপুর প্রেস কাবের সাধারণ সম্পাদক ও করতোয়া প্রতিনিধি তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য মোকছেদ আলী, আয়নাল হক, মতিউর রহমান, গোলাম মোস্তফা, দুলাল, আমজাদ হোসেন, বসুদেব, মোহাম্মাদ আলী, নজরুল ইসলাম, মহিলা সদস্য চানবানু, হাসিনা ও আইনুর বেগম।

সর্বশেষ সংবাদ