নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ২ পারশে রোপন কৃত তাল বাগানের পরিচর্যার উদ্ধোধন

মোঃ আতিকুর হাসান সজিব,  নওগাঁ প্রতিনিধি ঃনওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলালের উদ্যোগে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ৬৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার দুই পাশে খরা-তাপ মোকাবেলা, মেঘ-বৃষ্টি আকর্ষনকারী বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় প্রায় লক্ষাধিক তালবীজ রোপন করে প্রশংসা কুড়িয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সব রোপিত তাল গাছের পরিচর্জার কর্মসূচীর উদ্ধোধন করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
এসময় নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মোহনা টিভি নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলালসহ ফারমান আলী, অন্তর আহম্মদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত বছর বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বশিপুর বাইপাস হতে রাজশাহী মোহনপুরের কামার পাড়া পযন্ত নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ৬৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার দুই পাশে এই তালবীজ রোপন করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ