নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আতিকুর হাসান সজীব , নওগাঁ, প্রতিনিধিঃ নওগাঁয় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক  অভিযান চালিয়ে ৭জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ সুত্রে জানা যায়,  গত রবিবার রাতে ধামইরহাট উপজেলার দক্ষিন কোকিল এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিল সহ ২জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ধামইরহাট উপজেলার দক্ষিন কোকিল এলাকার মৃতঃ ইসমাইল হোসেনের ছেলে সাদিকুল ইসলাম (৫৬), একই এলাকার এজাবুল হোসেনের ছেলে কাদের (৪৭)। আপরদিকে পত্নীতলা উপজেলার ঘোষনগর বাজার এলাকা থেকে ২৫ ফেন্সিডিল সহ ২জন আটক করেছে। আটককৃতরা হলেন, পত্নীতলা উপজেলার ঘোষনগর হাড়িপুকুর গ্রামের আনিছুর রহমানের ছেলে তৌহিদ ইসলাম (২৩), একই এলাকার ছামসুল হকের ছেলে আব্দুল রশিদ (৩০), এবং বদলগাছী উপজেলার উত্তরসাদিসপুর এলাকা থেকে ৩০০ শতগ্রাম গাঁজা সহ এক জনকে আটক করা হয়েছে। তিনি বদলগাছী উপজেলার উত্তরসাদিসপুর গ্রামের মৃতঃ এছাহাক আলীর ছেলে এনামুল হক (৫৫)। এছাড়াও নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলি এলাকা থেকে টাপেন্টা ট্যাবলেট ৯০পিস সহ ২জনকে আটক করা হয়েছে। তারা  নওগাঁ সদর উপজেলার ভবানিপুর মধ্যপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসান আলী লিটন (৪১) ও চকএনায়েত সেবাশ্রম পাড়া শ্রী বাদল চন্দ্র চৌহানের ছেলে শ্রী পল্লব কুমার চৌহান (২৪)। নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) ও’সি কেএম শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশনায় গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  পৃথক অভিযান চালিয়ে ৭জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক  মামলা দায়ের করা হয়। এবং সোমবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ সংবাদ