ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করুন-সাবেক এমপি লালু

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। গতকাল মঙ্গলবার নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজুর নির্বাচনী প্রচারে অংশ নিয়ে নওদুলী বাজারে নির্বাচনী পথসভায় এ আহ্বান জানান। লালু বলেন, এই সরকারের উন্নয়ন হলো- খুন, গুম, হত্যা ও ধর্ষণের উন্নয়ন। আসুন শহীদ জিয়া, খালেদা জিয়ার ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করি। সাবেক এমপি লালু বলেন, বাংলাদেশে আপনারা এখন যে নির্বাচন দেখছেন একে কী নির্বাচন বলে? এই আকাশের সূর্য পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে অস্ত যায়- এটি বিশ্বাসযোগ্য হতে পারে, যদি বঙ্গোপসাগরের পানি একরাতে শুকিয়ে যায় এটিও সম্ভব হতে পারে। তবে আওয়ামী লীগ ও সুষ্ঠু নির্বাচন কখনও সম্ভব নয়। আগে ভোটের দিন ভোটকেন্দ্রে যেত জনগণ, এখন যায় চতুষ্পদ প্রাণী। নির্বাচন ব্যবস্থার এ ধ্বংস করতে সহযোগিতা করেছে এই পা চাটা নির্বাচন কমিশন। তিনি বলেন, ১৭ তারিখ যদি নওগাঁ-৬-এ ভালো নির্বাচন না হয়, তা হলে আপনাদের বলে দিতে চাই- যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে তাদেরও ফাঁসি হতে হবে। এ সময় সাবেক এমপি লালু বলেন, এ সরকার আপনাদের ভোটাধিকার হরণ করেছিল। সেটি করার পেছনের কারণ একটিই– তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনাদের হরণকৃত ভোট আমরা আবার প্রতিষ্ঠিত করতে চাই। আগামী ১৭ তারিখ নির্বাচনে আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ সেটি আমরা প্রতিষ্ঠিত করব। আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে উক্ত নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লে: কর্ণেল আব্দুল লতিফ খান, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নাটোর জেলা বিএনপির প্রচার সম্পাদক দেওয়ান শাহীন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহ্বায়ক এ্যাড. রফিকুল আলম। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে,এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সা: সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, আদমদীঘি থানা যুবদলের সাবেক আহ্বায়ক টিকন, গাবতলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মজনু সহ আত্রাই রানীনগর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ