সাপাহারে ১০ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি ১০ যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিং গ্রামের আব্দুল গনির ছেলে সাকিব হাসান (২৯), পিছল মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান (২২), মানিকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন (২৩) ও রাশেদুল হকের ছেলে আরিফুল ইসলাম(২৭), জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), খুদ রামবাটি (মহিলিপুর) গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন(২৮), বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আব্দুল মাজেদ (২৮) এবং পাশ্ববর্তী পত্নীতলা থানার সাড়াইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত (২৮)। র্যা ব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা বলেন, গোপন সংবাদে জেলার সাপাহার থানার সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যা বের সদস্য। এসময় বিকেল ৬.১৫ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে বাজার এলাকা থেকে ১২ টি সিপিইউ, ১৬টি হার্ড ডিস্ক, ১২ টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ক্যাবল, আটটি কী-বোর্ড সহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ