সাপাহারে ‘‘জলবায়ূ ন্যায্যতায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’’

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ‘‘জলবায়ূ ন্যায্যতায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জিরো পয়েন্টে বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এবং একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায়
প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী ও উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি কার্যকর করা ও তাদের অর্থায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্থ্ দেশগুলোর কার্যক্রম বাস্তবায়ন এবং আর্থসামাজিক উন্নয়ন নিশ্চতকরনই ক্যাম্পেইনটির মূল উদ্দেশ্য।
আশা করা যাচ্ছে চলতি বছরে মিশরে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ূ সম্মেলনে (ঈঙচ-২৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী’র মাধ্যমে তা বিশ^ নেতাদের কাছে পৌছে যাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম সভাপতি নুরল হক মাষ্টার,সুদেশ চন্দ্র প্রোগ্রাম অফিসার বিডিও, দেলোয়ার হোসেন সিনিয়র স্পন্সরসীপ অফিসার বি.এস.ডিও, লরেন্স বারোয়া স্পন্সরসীপ অফিসার বি.এস.ডিও, এছাড়াও তিলনা গোয়ালা ও পাতাড়ী ইউনিয়নের ইয়ুথ গ্রুপের প্রতিনিধি বৃন্দ।

সর্বশেষ সংবাদ