মান্দায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় গাছ কেটে রাস্তায় বেরিগেট দিয়ে ট্রাক ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাত অনুমানিক ৩ দিকে ভারশোঁ ইউপির চৌবাড়িয়া হাটের অদুরে দাফাদারের মোড় নামক স্থানে এই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দাফাদারের মোড় নামক স্থানে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাতে আবারও ডাকাতি সংঘটিত হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় কয়েকটি গাছ পড়ে থাকতে দেখা যায়। উপস্থিত লোকজন গাছ গুলো সরিয়ে নিয়ে রাস্তা পরিস্কার করেন। এরপর ট্রাক চলে যায়।তবে ট্রাক মালিক বা চালকের নাম ঠিকানা নেওয়া হয়নি।
দাফাদার কাজেম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ আসছে। ডাকাতির কিছু নমুনা দেখতে পায়। এছাড়াও চৌবাড়িয়া হাটের এক মেকার আমাকে বলেন, ফ্রেস সিমেন্টের দোকানদারের নিকট থেকে ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছেন।
ভারশোঁ ইউপি সদস্য শহিদুল ইসলাম চিতল বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার উপর থেকে গাছ সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো, এখানে মাসে এক থেকে দুই বার ডাকাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন জানান, দফাদারের মোড়ে গাছ ফেলে তিন মাসে প্রায় পাচঁ-ছয় বার ডাকাতি সংঘটিত হয়েছে। কে বা কাহারা এই ডাকাতির ঘটনা ঘটায় এ নিয়ে প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই।
তিনি আরও জানান, মাঝে মধ্যে একই জায়গায় এরকম ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এমন ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর -এ- আলম সিদ্দিকী বিপিএম জানান, এরকম কোন ঘটনা শুনিনি। আপনাদের মাধ্যমে শুনলাম। তবে ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নেযার চেষ্টা করছি।

সর্বশেষ সংবাদ