অস্ট্রেলিয়ায় মালয়েশীয় বিমানের জরুরি অবতরণ

 আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশীয় এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ইঞ্জিনে ত্রুটির কারণে শুক্রবার মেলবোর্নে জরুরি অবতরণ করেছে। বিমানবন্দরের মহিলা মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে জানান, মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানের ফাইট এমএইচ-১৪৮ শুক্রবার স্থানীয় সময় বেলা ২ টা ১৬ মিনিটে কুয়ালালামপুরের উদ্দেশে মেলবোর্ন বিমানবন্দর থেকে যাত্রা করে। তবে উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি মেলবোর্ন বিমান বন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।এয়ারসার্ভিসেস অস্ট্রেলিয়া জানায়, বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় বলে জানানো হয়েছে।মেলবোর্নের মেট্রোপলিটন দমকল বাহিনী জানায়, বেলা ২ টা ২২ মিনিটে তাদেরকে তলব করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। এ ব্যাপারে জানতে মালয়েশীয় এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ