নদীতীরের অবৈধ ধর্মীয় স্থাপনা উচ্ছেদ করা হবে

ঢাকা: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘রাজধানীর চারপাশের নদীর তীরে অবস্থিত মসজিদ, মন্দির, শ্মশানসহ অবৈধ ৩০টি ধর্মীয় স্থাপনা উচ্ছেদ করা হবে। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাসির আরিফ মাহমুদকে কমিটির প্রধান করা হয়েছে।’
এ কমিটি আজ (বুধবার) থেকে আগামী ১ মাসের মধ্যে রাজধানীর চারপাশের নদীর তীর পরিদর্শন করে সচিত্র একটি প্রতিবেদন দাখিল করবেন। এর পর উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানান নৌ-পরিবহনমন্ত্রী।
বুধবার সকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ক এক টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ তথ্য জানান। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান সভায় সভাপতিত্ব করেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সংসদ সদস্য সানজিদা খানম, নৌ-পরিবহন সচিব শফিক আলম মেহেদী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, টাস্কফোর্সের সদস্য মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও বায়তুল মোকাররম মসজিদের খতিব উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ