বিএনপির পুনর্গঠন ঠেকাতেই খালেদা-তারেকের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা: দলের পুনর্গঠন ঠেকাতেই বিএনপি চেয়ারপারনস বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হুকুমের আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ‘পুর্নগঠন প্রক্রিয়া বাধাগ্রস্থ করতে দলটির সিনিয়র নেতাদের বিরুদ্ধেও একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে।’
বুধবার দুপুরে নয়াল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গাজীপুরের জয়দেবপুরে নাশকতার মামলার চার্জশিট থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম বাতিলের দাবি জানিয়ে রিপন বলেন, ‘তারেক রহমানকে হেয় করতেই রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাকে হুকুমের আসামি করা হয়েছে।’ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই মামলা রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গের শামিল। বিচারপ্রক্রিয়া একপেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা থাকার কারণে তারেক রহমান এর কোনো প্রতিবাদ করতে পারছেন না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের বাধার মুখেও বিএনপির পুনর্গঠন চলছে। যেভাবে বাধা দেয়া হচ্ছে সেক্ষেত্রে যথাসময়ে কাউন্সিল ও পুনর্গঠন প্রক্রিয়া বিলম্ব হতে পারে।’
মিথ্যা মামলার কৌশল থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে রিপন বলেন, ‘কার্যকর বিরোধী দল হিসেবে বিএনপির ভূমিকা থাকুক তা সরকার চায় না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার গোলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুল সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায়, সহ-দফতর শামীমুর রহমান শামীম প্রমূখ।

সর্বশেষ সংবাদ