ভারতে অতি-কোটিপতি বেড়েছে তিনগুণেরও বেশি

জিটিবি আন্তর্জাতিক ডেস্ক‹: ভারতে কোটিপতি আছে প্রচুর। কিন্তু ‘অতি-কোটিপতির’ সংখ্যাও যে উত্তরোত্তর বাড়ছে সে খবর অনেকেরই অজানা। সম্প্রতি বোস্টন কনসাল্টিং গ্রুপ নামের একটি অর্থভিত্তিক প্রতিষ্ঠান এ তথ্য উপস্থাপন করেছে। স্থাবর অস্থাবর সম্পদ ছাড়া শুধু জমাকৃত অর্থসম্পদ যাদের ৩ কোটি মার্কিন ডলার বা তদুর্থ, ভারতীয় অর্থে প্রায় ১৯২ কোটি ৪০ লাখ বা তদুর্থ, তাদের  বলে অভিহিত করা হয়। প্রতিষ্ঠানটির জরীপ অনুযায়ী ভারতে এমন  ধনকুবেরের সংখ্যা ৯২৮।
এটি ২০১৪ সালের পরিসংখ্যান। এর মাত্র এক বছর আগেও, ২০১৩ সালে সংখ্যাটি ছিল ২৮৪। সারা বিশ্বের নিরীখে এমনতর কোটিপতির সংখ্যার ভিত্তিতে ২০১৩ সালে ভারতের অবস্থান ছিল ১৪তম। এ বছর ধনকুবেরের সংখ্যা তিন গুণের বেশি বৃদ্ধি পাওয়ায় ভারতের অবস্থান চলে এসেছে চতুর্থ অবস্থানে। বোস্টন কনসাল্টিং গ্রুপের অনুমান, আসছে দিনগুলোয় বৈশ্বিক অর্থনীতি নিয়ন্ত্রণ করবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো। এদের মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে থাকবে চীন ও ভারত। টাইমস অব ইন্ডিয়া। ধারণা করা হচ্ছে ২০১৪ থেকে ২০১৯-এ অর্থবছরগুলোয় গড় প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ২১ শতাংশে, যেখানে নিকট প্রতিদ্বন্দ্বী চীনের প্রবৃদ্ধি হার ১০.৩ শতাংশে দাঁড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ভারতের উৎপাদনশীল উৎপাদননীতির কারণে দেশটির প্রবৃদ্ধির হার উর্ধ্বগামী হলেও, বৈশ্বিক মুদ্রাব্যবস্থার তারল্যমানের স্বাভাবিক নীতি অনুযায়ী অদূরেই এ প্রবৃদ্ধির হার সামঞ্জস্যপূর্ণ অবস্থানে চলে আসতে পারে (কুঞ্জ এণ্ড কুঞ্জ সূত্র)।

সর্বশেষ সংবাদ