চীনে ভারি বর্ষণে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ঝড় ও ভারি বর্ষণে চীনের বিভিন্ন প্রদেশে গত এক সপ্তাহে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনও পর্যন্ত নিঁখোজ রয়েছেন আরো চার জন। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ঝড়, বৃষ্টিপাত, ভূমিধস এবং বজ্রপাতসহ বৃষ্টিতে বিভিন্ন প্রদেশের প্রায় ৬লাখ ৬৪ হাজার মানুষ তিগ্রস্ত হয়েছেন। ভারি বৃষ্টি থেকে সৃষ্ট বন্যার পানিতে অনেক ঘর বাড়ি ভেসে গেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপ।তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দেশটির হুবেই প্রদেশে। সেখানে বৃষ্টিপাত রেকর্ড অতিক্রম করেছে। ভারি বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ে সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চোংকিং প্রদেশে ২ জন, গুইঝোও প্রদেশে ২ জন এবং আনহুই প্রদেশে ১ জন মারা গেছেন। এছাড়া হুনান প্রদেশে ঝড়ের কারণে ৫ লাখ ২৭ হাজার মানুষ তিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ