সুপারসনিক পারমানবিক সরবরাহ যান পরীক্ষা চীনের

আন্তর্জাতিক ডেস্ক: সুপারসনিক পারমানবিক সরবরাহ যানের সফল পরীা চালিয়েছে চীন। ১৮ মাসের মধ্যে রোববার চতুর্থবারের মতো হাইপারসনিক গতিতে চলা এই যানের সফল পরীা চালালো দেশটি। দণি চীন সাগরে বিতর্কিত জলসীমা নিয়ে চলা উত্তেজনার মুহূর্তে চীন এ অত্যাধুনিক সমরাস্ত্রের পরীা চালালো। যুক্তরাষ্ট্র একে চীনের ‘চূড়ান্ত রণকৌশল’ বলে মন্তব্য করেছে। চীনের এই অত্যাধুনিক অস্ত্রের নাম উ-১৪ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হংকং ভিত্তিক চীনা দৈনিক মর্নিং পোস্টে প্রতিরা মন্ত্রনালয়ের প থেকে জানানো হয়েছে, নির্ধারিত বৈজ্ঞানিক গবেষণা ও পরীা আমাদের সীমান্ত অঞ্চলে স্বাভাবিক ঘটনা এবং এসব পরীা কোনো দেশ অথবা সুনির্দিষ্ট ল্েয পরিচালিত হয় না।’তবে সামরিক পর্যবেকরা জানিয়েছেন, দণি চীন সাগরে ওয়াশিংটনের হস্তেেপর জবাবে বেইজিং দ্রুত তার পারমানবিক সমতা পরীা চালাচ্ছে। এই নয়া অস্ত্রের মূল বৈশিষ্ট্য, এটি মার্কিন মিসাইলকে অনায়াসে পাশ কাটাতে পারবে । শব্দের থেকে ১০ গুণ বেশি বেগে যাবে এই অস্ত্র। এর বেগ ঘণ্টায় ৭,৬৮০ মাইল।

সর্বশেষ সংবাদ