সুদানের প্রেসিডেন্টকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার জন্য দণি আফ্রিকাকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত সংেেপ আইসিসি। প্রেসিডেন্ট ওমার আল বশির আফ্রিকান ইউনিয়নের(এইউ) এক সম্মেলনে যোগ দেওয়ার জন্য বর্তমানে দণি আফ্রিকায় অবস্থান করছেন। দারফুরের সংঘাতের ঘটনায় প্রেসিডেন্ট বশিরকে যুদ্ধাপরাধী হিসেবে শনাক্ত করেছে আইসিসি। তিনি ওই সংস্থার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়ও রয়েছেন। এ সংক্রান্ত এক বিবৃতিতে আইসিসি বলেছে, দণি আফ্রিকার উচিত হবেনা তাকে আটক করার কোনো সুযোগ হাতছাড়া করা। তবে আইসিসির এই আহ্বান কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা জোহানেসবার্গে পৌঁছানোর পর প্রেসিডেন্ট বশিরকে উষ্ণ অভ্যর্থণা জানিয়েছেন দণি আফ্রিকার নেতারা। সুদানের সুনা নিউজ এজেন্সি বলছে বশিরের সাথে পররাষ্ট্রমন্ত্রী এবং সুদানের শীর্ষ নেতারাও রয়েছেন।
এইসব ঘটনাকে কেন্দ্র করেই আইসিসি এবং আফ্রিকান ইউনিয়নের মধ্যে বেশ কিছু দিন ধরে উত্তেজনা বিরাজ করছে । আফ্রিকান সংস্থাটির অভিযোগ, আইসিসি অন্যায়ভাবে আফ্রিকানদের ল্যবস্তু করছে। এর আগে এইউ আইসিসির প্রতি আফ্রিকার মতাসীন নেতাদের বিরুদ্ধে তাদের চলৎ বিচার কার্যক্রম বন্ধ করারও দাবি জানিয়েছিল। বশির নিজেও তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার বিদেশযাত্রার ওপর বেশ কয়েক বার কড়াকড়ি আরোপ করা হলেও আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্র গুলোতে তিনি সফর করে থাকেন।

সর্বশেষ সংবাদ