মান্দায় রাতের অন্ধকারে বরেন্দ্র বহুমূখীর রোপিত বিশ্ববাঁধের মিনজিরি গাছকর্তন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় রাতের অন্ধকারে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের রোপিত বিশ্ববাঁধের একটি মিনিজিরি (চেকান্ডা) গাছ কেটে নিয়েছে সাবেক এক আনসার সদস্য। গত সোমবার রাতে এ ঘটনাটি ঘটে।অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়,মান্দা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত জমির উদ্দিন মৃধার ছেলে ও সাবেক আনসার সদস্য আজাদ আলী মৃধার বাড়ির পশ্চিম পার্শ্বের বিশ্ববাঁধের রাস্তায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের রোপিত একটি মিনজিরি (চেকান্ডা) গাছ চুরি করে কেটে নিয়ে নিজ বাড়ির উঠানের সামনের উত্তর-পশ্চিম দিকের এক কোণে কিছু ডালপালাসহ রেখে দেয়। ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে সেখানে কেটে রাখা গাছের ৫টি গুড়ি দেখতে পাওয়া যায়।এ সময় বাঁধের রাস্তায় গাছের গুড়ির গোড়ালীর কাটা অংশ জঙ্গল দিয়ে ঢাকা অবস্থায় দেখা যায়। বাড়ি মালিক ও সাবেক আনসার সদস্য আজাদ আলীর সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে কথা না বলে তার মেয়েকে দিয়ে মুঠোফোন রিসিভ করান। মেয়ে জানায়,আব্বু বড়িতে নেই ফোন রেখে গেছেন। পরে ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি। পরে শোনা গেছে তিনি গাছের ঐ গুড়িগুলো অন্যত্র সরিয়ে ফেলেছেন।
এ ব্যাপারে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা যাচাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা সাংবাদিকদের জানান।

সর্বশেষ সংবাদ