নীলফামারীতে ভিজিএফ’র ১০০ বস্তা চাল আটক

নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারীতে কালোবাজারে বিক্রি করে দেওয়া ভিজিএফের কার্ডের ৫০ কেজি ওজনের ১০০ বস্তা চাল পৃথক দুটি স্থান হতে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ চালের বস্তা আটক করেন। আজ বুধবার সন্ধ্যার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পরিষদ সংলগ্ন দুটি গুদাম থেকে এই চাল উদ্ধার করা হয়। এ ঘটনার ওই ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমার শাহ কে গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছে। এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গাঁ ঢাকা দিয়েছেন। জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে ওই ইউনিয়নের ছয় হাজার ভিজিএফের কার্ডের চাল বিতরণ করা হচ্ছিল আজ বুধবার সকাল থেকে। কিন্তু দুপুর ১২টা পর ইউপি চেয়ারম্যান কার্ডধারীদের ১০ কেজির স্থলে ৭ কেজি করে চাল দিতে থাকেন। এ নিয়ে সেখানে কাডধারীরা বিক্ষোভ করলে ইউপি চেয়ারম্যানের লোকজন তাদের ধাওয়া করে ভাগিয়ে দেন। এরপর চাল শেষ হয়ে গেছে আর বিতরণ করা হবেনা বলে ঘোষণা দেয় ইউপি চেয়ারম্যান। এতে পাঁচশ কার্ডধারী চাল না পেয়ে নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ করেন। দুরাকুটি গ্রামের একাধিক কার্ডধারী জানান, এলাকার ৫০০ কার্ডধারী চাল পাইনি। তাই তারা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এদিকে অভিযোগ পেয়ে বেলা ৩টার দিকে নির্বাহী কর্মকর্তা পুলিশ সহ ঘটনাস্থলে যান। কিন্তু ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে আর আগেই ইউপি চেয়ারম্যান সহ ইউপি সদস্যরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসীর তথ্য অনুযায়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন নান্নুর বাজারের দুইটি গুদামে নির্বাহী কর্মকর্তা অভিযান চালায়। অভিযানে মহির উদ্দিনের গুদামে ৮১ বস্তা ও রাজু মিয়ার গুদামে ১৯ বস্তা সহ ১০০ বস্তা চাল উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কিশোরগঞ্জ ত্রাণ ও পুনর্বাসণ কর্মকর্তা মো. সাইফুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, বুধবার বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বিতরণকারী কর্মকর্তাকে না জানিয়ে ভিজিএফ’র চাল বিতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ