ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত: প্রত্যাখান ভারতের

 আন্তর্জাতিক ডেস্ক: নিজের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পাকিস্তানি দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোনটিকে ভূপাতিত করা হয় বলে বুধবার পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’এর বিবৃতিতে জানানো হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছিল, পাকিস্তানি আকাশসীমা লঙ্ঘনের পর ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়। গোয়েন্দা ড্রোনটি আকাশ থেকে ছবি তোলার কাজ করছিল বলে বিবৃতিতে দাবি করা হয়। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র বুধবার রাতে বলেছেন, পাকিস্তানের কাশ্মিরে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কোনো ড্রোন বা চালকহীন বিমান বিধ্বস্ত হয় নি। রাশিয়ার উফা নগরীতে সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনের অবকাশে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর প্রায় এক সপ্তাহের মাথায় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি এবং তা প্রত্যাখ্যান করার খবর এল।

সর্বশেষ সংবাদ